চলমান করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এ অবস্থায় শিক্ষার্থীদের পাঠদান চলমান রাখতে সরকার বিকল্প পাঠদান কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠদানের জন্য ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’-এ নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ইতোমধ্যে পাঠদান চলছে।
‘আমার ঘরে আমার স্কুল’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির বিষয়ভিত্তিক পাঠদানের আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
এটুআইয়ের সহায়তায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর এই ক্লাস সম্প্রচার করছে। ইতিমধ্যে মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে চলতি সপ্তাহের বিস্তারিত ক্লাস সূচি প্রকাশ করা হয়েছে।