ইসলাম নিয়ে ফেসবুকে এক হিন্দু যুবকের কটূক্তির প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে মাঠে নামা নিরহ মুসল্লিদের ওপর পুলিশের গুলিতে অন্তন্ত ৪ জন নিহতের ঘটনায় রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ অক্টোবর) রবিবার এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, খেলাফত মজলিসের ঢাকা মহানগর সভাপতি গোলাম আসগর, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, বাংলাদেশ খেলাফত মজলিসের বাইতুলমাল সম্পাদক আজিজুর রহমান হেলাল, জমিয়তের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা আবদুল গাফফার সয়গরী, জমিয়তের ঢাকা মহানগর প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী, মুফতী যুবায়ের গণী, সবার খবর সম্পাদক আবদুল গাফফার, ছাত্র মজলিস সভাপতি মনসুরুল আলম মানসুর, প্রমুখ।
উত্তরবাংলা ভয়েস/অনলাইন ডেস্ক /ইনসাফ