স্বেচ্ছাসেবী সংগঠন মামাজের তালের বীজ রোপন কর্মসুচী 1

নিজস্ব প্রতিবেদকঃ উবাভ নিউজ

পরবর্তী প্রজন্মকে নিরাপদ সুন্দর পরিবেশ রেখে যাওয়ার প্রত্যয়ে এবং বজ্রপাত ও জলবায়ু পরিবর্তন রোধে লালমনিরহাট জেলাধীন কালীগঞ্জে উপজেলার সেচ্ছাসেবী সংগঠন মামাজের ব্যাতিক্রমী উদ্যোগ তালের বীজ রোপন। উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার জনাব রবিউল হাসান, শিক্ষানবিশ এএসপি জনাব এনায়েত কবির শোয়েব, কালীগঞ্জ থানার ওসি তদন্ত জনাব ফরহাদ মণ্ডল, ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আহাদুল ইসলাম এবং মামাজের সকল মানবতার বন্ধু সদস্যদবৃন্দ।
উবাভ নিউজ/সোহানুর

Leave a Reply

Your email address will not be published.

ten − 2 =