গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ, সহ-সভাপতি বিপ্লব এবং যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগ কাউকে অপরাধ করার শিক্ষা দেয় না। ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সংগঠন, তাই এখানে কোন অপরাধীর ঠাই নেই।