সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে বিপুল উৎসাহ-উদ্দিপনার মাধ্যমে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১লা জানুয়ারি, ২০২০ ইং) সকালে থানাহাট ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।

এসময় উপজেলা নির্বাহী অফিসার এ.ডব্লিউ.এম রায়হান শাহ্’র সভাপতিত্বে বই বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ছালেহ্ সরকার, একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুল হালিম, থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফাউন্নাহার, জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস. এম নুরুল আমিন সরকার, থানাহাট ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রওশন আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিলমারী উচ্চ বিদ্যালয় ও শরীফেরহাট এম.ইউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও আনুষ্ঠানিকভাবে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়।
উবাভ নিউজ ডেস্ক/ এস.এম রাফি