শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন অনুমোদনের অপেক্ষা 1

নিজস্ব প্রতিবেদকঃ উবাভ নিউজ

২০২১ শিক্ষাবর্ষের ছুটির খসড়া তালিকা চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে স্কুল-কলেজে সাপ্তাহিত ছুটি শুক্রবার ও শনিবার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি রয়েছে শুধু শুক্রবার। মন্ত্রিসভা এ তালিকা অনুমোদন দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।
খসড়া তালিকা অনুযায়ী, ২০২১ সালে সাধারণ ছুটি ১৪ দিন এবং আটদিন নির্বাহী আদেশে ছুটি। মোট ২২ দিন সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি হলেও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও দুই দিনের সাপ্তাহিক ছুটি কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২১ খ্রিস্টাব্দের সরকারি অফিসের ছুটির তালিকা চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। এতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মন্ত্রিসভার বৈঠকে ছুটির তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। সেজন্য এরইমধ্যে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলা একাডেমি প্রণীত ১৪২৭-২৮ বঙ্গাব্দের বর্ষপঞ্জি, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন ধর্মীয় পর্বের তালিকা, আবহাওয়া অধিদফতর এবং আরবি প্রত্যেক মাসের ইসলামী পর্বগুলোর তালিকার সঙ্গে সমন্বয় করে ২০২১ সালের ছুটির খসড়া তালিকা প্রণয়ন করেছে।
 ধর্মীয় পর্ব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীদের তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার সুযোগ থাকছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উপলক্ষে দুদিনের ঐচ্ছিক ছুটির বিধানও থাকছে।
উবাভ নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published.

three × two =