কলেজ প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার কাকিনায় অবস্থিত উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজের ছয় দিনব্যাপী রজত জয়ন্তী উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ।
আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর দুপুর ৩টায় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক)জনাব রফিকুল আলম।
০৬ দিনব্যাপী রজত জয়ন্তী উৎসবে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান , জাতীয় সেমিনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের পরিবেশনায় নাটক ও ভাওয়াইয়া গান হবে। উৎসবে গান পরিবেশন করবেন দেশ বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিনসহ বাংলাদেশ ও ভারতীয় তারকা শিল্পীরা।
১৯৯৪ সালের ৭ জুলাই কাকিনা রাজবাড়ী এলাকায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর ধারাবাহিক ভাবে সাফল্যের উজ্জ্বল নক্ষত্র স্থাপন করছে। স্থানীয় জনগনের সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠা করেন কাকিনার কৃতি সন্তান স্কটল্যান্ডের গ্লাসগো শহরের অধিবাসী আন্তর্জাতিক খ্যাতিমান অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোজাম্মেল হক। এ কলেজটি ১৯৯৫ সালের জুন মাসে প্রথম এমপিওভুক্ত হয়। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কলেজ পারফরম্যান্স র্যাঙ্কিং প্রাপ্ত। ২০১৭ সালে কলেজটি রংপুর বিভাগের সরকারি ও বেসরকারি কলেজগুলোর মধ্যে চতুর্থ স্থান দখল করে। আর রংপুর বিভাগের বেসরকারি কলেজগুলোর মধ্যে প্রথম স্থান দখল করে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে সতেরটি বিষয়ে স্নাতক ও নয়টি বিষয়ে স্নাতকোত্তর পাঠদান চালু রয়েছে ।
রজত জয়ন্তী উৎসবে আমন্ত্রিত অতিথিবৃন্দ্র উপস্থিত ছিলেন, কলেজটির প্রতিষ্ঠাতা ও স্কটল্যান্ডের গ্লাসগো শহরের অধিবাসী আন্তর্জাতিক খ্যাতিমান অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোজাম্মেল হক, রংপুর বিভাগীয় কমিশনার কে.এম. তারিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাহব্বুরজামান আহমেদ, ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.অনিল ভুঁইমালী ও তাঁর সহধর্মিণী, স্কটল্যান্ডের গ্লাসগো শহরের আইরীন গ্রাহাম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ এএসএম মনওয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো: সাজ্জাত, পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ, অধ্যাপক-অধ্যাপিকা বৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী প্রমুখ।