লালমনিরহাট জেলার হাতীবান্ধায় বে-সরকারী সংস্থা এস.এস.টি.এস এর উদ্দেগে শীতবস্ত্র বিতরন 1

নিজস্ব প্রতিবেদকঃ উবাভ নিউজ

শীতের হিমেল হাওয়ায় কনকনে ঠাণ্ডায় গরম কাপড়ের অভাবে কাবু উত্তরের জেলা লালমনিরহাটের হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার মানুষ। গত দু-দিন ধরে উত্তরের ঠাণ্ডা বাতাস ও ঝিরঝির বৃষ্টির মতো ঘনকুয়াশা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।খেটে খাওয়া মানুষ গুলো সময়মত কাজে যেতে পারছে না।

শীতবস্ত্রের অভাব দেখা দিয়েছে নিম্ম আয়ের মানুষের মাঝে। চলমান শৈতপ্রবাহে শীতবস্ত্র নিয়ে ১০০ জন অসহায় মানুষের পাশে দাঁড়ালো  এস.এস.টি.এস নামক একটি বে-সরকারী সংস্থা।

এ সময় উপস্থিত ছিলেন- প্রভাষক এ.এস.এম শামসুজ্জামান সেলিম, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, হাতীবান্ধা,জনাব মোঃ তবিবর রহমান, প্রধান শিক্ষক শাহ্ গরিবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

আরো উপস্থিত ছিলেন মোঃ এরশাদ হুসাইন লেলিন,প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরিফ শাহরিয়ার সিজার,  প্রভাষক বড়খাতা ডিগ্রি কলেজ প্রমুখ।

এম.এ হারেজ হাসু , উপজেলা প্রতিনিধি, হাতীবান্ধা, লালমনিরহাট।

Leave a Reply

Your email address will not be published.

6 − two =