একটি স্বর্ণ মুদ্রা, মুদ্রার এক পাশে আরবিতে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরসালাহু বিল হাক্কি। ওপর পাশে লেখা আছে, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এছাড়া আরও কয়েকবার ক্যালিওগ্রাফির মাধ্যমে আল্লাহতায়ালার নাম রয়েছে।
এই বিক্রির জন্য তোলা হয়েছে। বিশ্বের অন্যতম বিরল এই মুদ্রা তৈরি হয়েছিল ৭২৩ সালে উমাইয়া খেলাফতের সময়। খলিফার মালিকানাধীন স্বর্ণের খনির সোনা দিয়ে তৈরি হয়েছিল এই মুদ্রাটি। আগামী ২৪ অক্টোবর নিলামটি অনুষ্ঠিত হবে।
এই মুদ্রার আকার আধুনিক ব্রিটিশ ১ পাউন্ডের কয়েনের সমান। লন্ডনের নিলামকারী প্রতিষ্ঠান মর্টন ও ইডেন মুদ্রাটির নিলামের আয়োজন করেছে। এই বিক্রয়মূল্য প্রতিষ্ঠানটির আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।