এক কাঁকড়ার দাম একটি বিএমডাব্লিউ গাড়ির সমান! 1

নিজস্ব প্রতিবেদকঃ উবাভ নিউজ

      একটি কাঁকড়ার দাম ৪৬ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ লাখ ২১ হাজার টাকায়। প্রায় যে দামে ‘বিএমডাব্লিউ এক্স১’ কেনা যায়, সেই টাকায় এক কেজি ২০০ গ্রামের কাঁকড়া বিক্রির ঘটনা এটি। জাপানের রাজধানী টোকিওতে গত বৃহস্পতিবার এ নিলাম হয়। সেখানে ওই তুষার কাঁকড়া (স্নো ক্র্যাব) রেকর্ড দামে কিনে নেন এক ব্যক্তি।
আসলে জাপানের টটোরি এলাকায় গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে শীতকালীন সামুদ্রিক খাবারের মৌসুম। সেখানে অনেক সময় দেখে ভালো লেগে গেলে অনেকেই চড়া দাম দিয়ে এমন কাঁকড়া বা টুনা মাছ কিনে নেন। তবে এই কাঁকড়াটি একজন স্থানীয় খুচরো ব্যবসায়ী কিনেছেন। তিনি সেটি বড় কোনো জাপানি রেস্তোরাঁয় বিক্রি করবেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
যে এলাকায় কাঁকড়াটি নিলাম হয়েছে, সেখানকার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা দাবি করেছেন, একটি কাঁকড়ার ক্ষেত্রে এটি বিশ্বে সব থেকে বেশি দাম। এই কাঁকড়ার দামের বিষয়টি যাতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে, তার আবেদন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
উবাভ অনলাইন নিউজ ডেস্ক/ আনন্দবাজার পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published.

twenty − twelve =