প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন ।ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সারা দিয়ে প্রধানমন্ত্রী আগামীকাল দিল্লী যাচ্ছেন। প্রধানমন্ত্রী শুক্রবার বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ভারত) প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন।তার এই সফরে রোহিঙ্গা সমস্যা, অভিন্ন নদীর পানি বণ্টন ,ভারতের আসামের নাগরিক পঞ্জীতে বাংলাদেশী ইস্যু প্রভৃতি বিষয় আলোচনায় প্রাধান্য পাবে বলে ধারনা করা হচ্ছে ।সফরে বেশ কটি চুক্তি স্বাক্ষর করা ছাড়াও দুই প্রধানমন্ত্রী যৌথ ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি দ্বিপক্ষীয় প্রকল্প উদ্ভোধন করবেন।
