অনুমোদন পেল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক 1

নিজস্ব প্রতিবেদকঃ উবাভ নিউজ

অনুমোদন পেল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। রবিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ৪০২তম পর্ষদ সভায় এই অনুমোদন দেয়া হয়। ফলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকটির আর কোনো বাধা রইলো না।এছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংককে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তরের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।
 প্রাথমিক লাইসেন্স বা লেটার অব ইনটেন্ট (এলওআই) পাওয়া তিনটি নতুন ব্যাংকের অন্যতম ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’। ১৭ পরিচালক ও তিন স্বতন্ত্র পরিচালক নিয়ে যাত্রা করবে ব্যাংকটি। এর প্রধান উদ্যোক্তা হলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
বৈঠক সূত্রে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংককে ‍পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তর ও এনআরবি গ্লোবাল ব্যাংকের নাম পরিবর্তন করে গ্লোবাল ইসলামী ব্যাংক করার প্রস্তাব করা হয়। এর প্রেক্ষিতে সার্বিক বিবেচনায় ব্যাংক দুটিকে ইসলামী ব্যাংকে রুপান্তরিত করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
উবাভ নিউজ ডেস্ক/জেড এম

Leave a Reply

Your email address will not be published.

eighteen − 6 =