ভারতীয় রুপির বিপরীতে শক্তিশালী হয়ে উঠেছে টাকার মান। 1

নিজস্ব প্রতিবেদকঃ উবাভ নিউজ

বিশ্বব্যাপী মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। করোনার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ভারতে। এতে করে দেশেটির মুদ্রা রুপির রেকর্ড মূল্যপতন হয়েছে। ফলে ভারতীয় রুপির বিপরীতে ডলারের পাশাপাশি শক্তিশালী হয়ে উঠেছে টাকার মান।
অর্থনীতি সংশ্লিষ্ট্ররা জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে  ইউরোপ, আমেরিকা,এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ ‘অবরুদ্ধ’ হয়ে পড়েছে। বৈশ্বিকভাবে ভ্রমণে বিধিনিষেধ আরোপ সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। ফলে সংক্রমণের হার নয় বরং ‘বিচ্ছিন্ন’ ও ‘অবরুদ্ধ’ করার নীতিই বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে ডলার ও টাকার বিপরীতে রুপির মান অবমূল্যায়ন হয়েছে।
জানা গেছে, চলতি সপ্তাহের শুরু থেকেই রুপির নিম্নমুখী ধারা অব্যাহত থাকে। যাতে মুদ্রাটির রেকর্ড পতন হয়। সবশেষ ১০০ রুপির বিপরীতে টাকার মান দাঁড়িয়েছে ১১০ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, আগে কোনো সময় এতো কমে রুপি পাওয়া যায়নি।
ইন্টারনেট মানি এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) এক মার্কিন ডলারের বিনিময়ে ভারতীয় মুদ্রার মূল্য এসে দাঁড়ায় ৭৫ দশমিক ৮৫ রুপি। যেখানে মঙ্গলবার (২৪ মার্চ) এটি এক পর্যায়ে প্রতি ডলার ৭৭ দশমিক ৩৩ রুপিতে নেমেছিল।
অন্যদিকে বুধবার (২৫ মার্চ) ১১০ টাকায় ১০০ রুপি পাওয়া গেছে। ১০০ রুপিতে মিলেছে ৯০ টাকা। আর ২৬ মার্চ প্রতি রুপির মান দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সা। এর আগে ২০১৮ সালের অক্টোবরে রুপিতে মান ১ টাকা ১৩ পয়সায় নেমেছিল।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ব অর্থনীতিতে এখন মন্দা চলছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। ভারতেও একই অবস্থা। ভারতে আমদানি- রপ্তানি ও রেমিট্যান্স প্রভাব কমেছে। অন্যদিকে চাহিদা অনেক বেড়েছে। এতে তাদের আয় কমে গেছে। ফলে তাদের কারেন্সি ডিভ্যালুয়েশন (মুদ্রার অবমূল্যায়ন) করেছে। তাই রুপির দাম কমে গেছে।
উবাভ নিউজ ডেস্ক/জেড এম

Leave a Reply

Your email address will not be published.

ten − 2 =