এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে কেউ যদি রেমিট্যান্স পাঠান, তাহলে তিনি ২ শতাংশ হারে প্রণোদনা পাবেন। এর আগে ১ জুলাই থেকে এ পর্যন্ত যাঁরা অর্থ পাঠিয়েছেন, তাঁরাও এখন এই প্রণোদনা পাবেন।অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এখন থেকে ব্যাংকে গেলেই প্রবাসী আয়ের প্রণোদনার টাকা পাওয়া যাবে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসী আয়ে ১৫ থেকে ১৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘যেভাবে এগোচ্ছি, চলতি অর্থবছরে প্রবাসী আয় ১ হাজার ৮০০ কোটি থেকে ২ হাজার কোটি মার্কিন ডলারও হয়ে যেতে পারে। বিদায়ী অর্থবছরে এটি ছিল ১ হাজার ৫০০ ডলারের মতো।’
অর্থমন্ত্রী আরও বলেন, এখন থেকে ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত পাঠানোর ক্ষেত্রে কাউকে কোনো প্রশ্ন করা হবে না, কোনো কাগজপত্রও চাওয়া হবে না। এমনকি ১ হাজার ৫০০ ডলারের মধ্যে দিনে তিন-চারবার করেও দেশে অর্থ পাঠানো যাবে। একবারে কেউ এর চেয়ে বেশি ডলার পাঠাতে চাইলেই কেবল কাগজপত্র চাওয়া হবে।