বাংলাদেশ থেকে এলপিজি গ্যাস রপ্তানির চুক্তি 1

নিজস্ব প্রতিবেদকঃ উবাভ নিউজ

বর্তমানে দেশে গ্যাস সংকটের কারণে বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। শিল্প কলকারখানা ও বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। গ্যাস সংকটের কথা বলে সরকার ব্যয়বহুল এলএনজি আমদানি করেছে। গ্যাস সংকটের কথা বলেই সরকার একের পর এক কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিচ্ছে।

অথচ গত শনিবার (৫ অক্টোবর) দিল্লিতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ থেকে এলপিজি গ্যাস রপ্তানির চুক্তি করা হয়েছে। এখন এলপিজি উদ্বৃত্ত’ এই যুক্তি দেখিয়ে ভারতে রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে এলপিজি ব্যবসায়ী এবং ভারত সরকার লাভবান হবে।

বাংলাদেশ গ্যাস সংকট বহাল থাকা অবস্থায় গ্যাস রপ্তানির সিদ্ধান্ত জাতীয় স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মনে করে অনেকে।

সরকারের এ ভূমিকার তীব্র নিন্দা  এবং সেই সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী এ ভূমিকা থেকে সরে আসার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ তেল গ্যাস রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

two × four =