আওয়ামী যুবলীগ চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব 1

নিজস্ব প্রতিবেদকঃ উবাভ নিউজ

ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনায় কয়েকজন অনেক যুবলীগ নেতা ও ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব করে অবরুদ্ধ (ফ্রিজ) করা হয় অনেকের ব্যাংক হিসাব। ফ্রিজ করা হিসাবগুলোর থেকে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে টাকা উত্তোলন।

এবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তিন কার্যদিবসের মধ্যে তাঁর নামে থাকা সব হিসাবের লেনদেন তথ্য, বিবরণীসহ সব তথ্য পাঠাতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট ব্যাংকগুলোকে চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়, ওমর ফারুক চৌধুরীর নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাবের লেনদেন, বিবরণীর তথ্য পাঠাতে হবে তিন কার্যদিবসের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published.

3 × 4 =