চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা 1

নিজস্ব প্রতিবেদকঃ উবাভ নিউজ

এ বছর চিকিৎসা বিজ্ঞানে  বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন মোট তিনজন। তাঁরা হলেন উইলিয়াম কাইলিন জুনিয়র, স্যার পিটার র‌্যাটক্লিফ ও গ্রেগ সেমেনজা।

  সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ২০১৯ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী ওই তিনজনের নাম ঘোষণা করে।

প্রাণিকোষ অক্সিজেনের পর্যাপ্তি বুঝে এবং সে অনুযায়ী কীভাবে ব্যবস্থা নেয়, এই বিজ্ঞানীরা তা আবিষ্কার করেন।

নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন এরা। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

18 + 18 =