Taramon-Bibi-Bir-Protik-Cricket-Tournamen

নিজস্ব প্রতিবেদকঃ উবাভ নিউজ

গত ২৬ জানুয়ারি রবিবার কুড়িগ্রামের রাজীবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা  ‘ক’ জন কতৃক আয়োজিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বীর প্রতিক তারামন বিবি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

বীর প্রতিক তারামন বিবি ক্রিকেট টুর্নামেন্টে সেমিফাইনালে উলিপুর একাদশকে ৮৮ রানে হারিয়ে  ফাইনালে চিলমারী একাদশ।

আরও পড়ুনঃ চিলমারীতে বিনামূল্যে বই বিতরণ

উক্ত খেলায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চিলমারী একাদশ।

ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯৫ রান সংগ্রহ করে চিলমারী একাদশ। পরে ১৯৬ রানের লক্ষে উলিপুর একাদশ ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে।

Taramon-Bibi-Bir-Protik-Cricket-Chilmari-Sports

ম্যাচ শেষে ২৯ বলে ৫৬ রান ও ১ টি উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন চিলমারী একাদশের অধিনায়ক মোঃ ইমরুল হাসান ইমন।

আগামী ২ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উবাভ নিউজ/এস. এম রাফি

Leave a Reply

Your email address will not be published.

14 − 4 =