নারী অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২১ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। 1

নিজস্ব প্রতিবেদকঃ উবাভ নিউজ

বাংলাদেশ এখন পর্যন্ত চারটি আইসিসি অনুদিত বিশ্বকাপ আয়োজন করেছে । যৌথভাবে ২০১১ বিশ্বকাপ, এককভাবে ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ। এছাড়া ২০০৪ ও ২০১৬ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন সফলভাবে সম্পূর্ণ করেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ২০২১ নারী অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনেরও দায়িত্ব পেল বাংলাদেশ। দুবাইয়ে আইসিসির সদ্য সমাপ্ত সভায় এ সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার দুবাই থেকে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ হবে বাংলাদেশে। এবারই প্রথম। আট দল নিয়ে এ টুর্নামেন্ট করার কথা ছিল। আমাদের তো অনূর্ধ্ব-১৯ দল নেই। আমরা আটটার পরিবর্তে ১০টা দল নিয়ে আয়োজনের কথা বলে সফল হয়েছি। এই এক বছরের মধ্যে মহিলা অনূর্ধ্ব-১৯ দল করে বিশ্বকাপে খেলানো খুবই কঠিন।’

এদিকে পাকিস্তান সফরে যাওয়া নিয়ে আইসিসির সভায় পিসিবির সঙ্গে কোনো কথা হয়নি বিসিবির। নিরাপত্তা পর্যবেক্ষক দলের ওপরভরসা করে রয়েছে বিসিবি। পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ নারী ও অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল।

উত্তরবাংলা ভয়েস/নিউজ ডেস্ক

Leave a Reply

Your email address will not be published.

six − 2 =