ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসুন। কথা বলুন, ইগো বাদ দিনঃ সাবেক বিসিবি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। 1

নিজস্ব প্রতিবেদকঃ উবাভ নিউজ

বাংলাদেশের ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন । এতে শঙ্কায় পড়েছে জাতীয় দলের ভারত সফর। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও স্থবির হয়ে গেছে।
সাকিব-মুসফিকদের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)  হার্ডলাইনে অবস্থান করছে। তাদের দাবিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণও করে বসেছেন তিনি। পাপনের এ আচরণকে ঔদ্ধত্য বলে মনে করছেন সাবেক বিসিবি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, এটি পাপনের ইগো সমস্যা। এটি হচ্ছে আমি রাজা, সবাই প্রজা। সমস্যা সমাধানের জন্য আমার কাছে সবাইকে আসতে হবে। আমি মনে করি, এটি অপরিপক্ব নিয়ম। মনে হচ্ছে, বোর্ডে একজন না এলে পুরো ক্রিকেটটাই বন্ধ হয়ে যাবে। এটি অবিশ্বাসযোগ্য। এ রকম ইগো নিয়ে থাকলে অচলাবস্থা কাটবে না।
বর্তমানে সমস্যার সমাধানের পথও বাতলে দিয়েছেন সাবের হোসেন। তিনি বলেন, পাপন সাহেবকে আমি বলব- ক্রিকেটারদের চায়ের দাওয়াত দিন। তাদের সঙ্গে আলোচনায় বসুন। কথা বলুন। ইগো বাদ দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটের অভিভাবক। তাদেরই এগিয়ে এসে সমস্যার সমাধান করতে হবে। সংসারে সন্তান দোষ করতেই পারে। সেটি দেখে বাবা যদি বলে তুমি ভুল করেছ, তোমার সঙ্গে আর কথা বলব না। এটি কোন দায়িত্বশীল আচরন হতে পারে না ।
উত্তরবাংলা ভয়েস/ অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published.

14 − 6 =