শুক্রবার ভারতের কলকাতায় ইডেন গার্ডেনে দিবারাত্রির টেস্ট ম্যাচে বিধ্বস্ত বাংলাদেশ । প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয়েছে। গোলাপী বলের ঐতিহাসিক ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে টাইগাররা মাত্র ৩০.৩ ওভার খেলতে পেরেছে।স্কোর ১০৬/১০।
লিটন দাস (২৪),সাদমান ইসলাম (২৯), এবং নাইম হাসান (১৯) ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।
ভারতের পক্ষে ইশান্ত শর্মা ২২ রান দিয়ে ৫টি, উমেশ যাদব ২৯ রান খরচায় ৩টি এবং মোহাম্মদ শামি ৩৬ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন।
এদিকে, বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক ও ভারতের অধিনায়ক বিরাট কোহলির টসের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে এসে খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
ইন্দোরে প্রথম টেস্টে সফরকারীরা মাত্র তিন দিনেই ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে হেরে যায়।
প্রথম দিন শেষে ভারত ৬০ রানে এগিয়ে স্কোর ১৭০/৩ ।
উবাভ স্পোর্টস ডেস্ক/এ স এম/